প্রকৌশলী আব্দুল খালেক
শৈশবের সেই দিনগুলো আজও মনে পড়ে
যখন মোরে রাখত সবাই আদর দিয়ে ভরে।
বাবা মায়ের আদরে ছিলাম চোখের মনি
ভাই বোন ছিল আমার স্নেহ মায়ার খনি।
আত্মীয় ও স্বজনেরা ভালোবাসা দিতো
সবাই তখন ভালো মন্দ খোঁজ খবর নিতো।
ছাত্রাবস্থায় ছিল আমার বন্ধু কত শত
সহপাঠী ছিল কত আপনজনের মতো।
হাসি-খুশি সেই জীবন ভোলা নাহি যায়
জীবনের সোনালি দিন অমর হয়ে রয়।
কর্মজীবন শুরু হওয়ায় কাজে ডুবে যাই
অনেক লোকের সান্নিধ্য তখন আমি পাই।
কর্মজীবন শেষ হয়েও হলো নাতো শেষ
পরামর্শকের কাজ নিয়ে ছিলাম আমি বেশ।
সব কাজে খ্যান্ত দিয়ে আমি অবসরে আজ
নাতিদের দেখাশোনাই এখন আমার কাজ।
বন্ধু-বান্ধব সবার কাছে আজ পর হয়ে গেছি
খোঁজ নেয়না কেউ বেঁচে আছি নাকি গেছি।
ভাই-বোন আপনজন পাইনা কারো দেখা
নিঃসঙ্গতায় ভরা জীবন হয়ে গেছি একা।
প্রকৌঃ আবদুল খালেক
ম্যানচেষ্টার, যুক্তরাজ্য
১৪ ডিসেম্বর ২০২৪, বিকাল ৬:৩০
আপনার মতামত লিখুন :