রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
হারাগাছ সাহিত্য সংসদের ১৪তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত। হারাগাছ। ১০ নভেম্বর’২২। হারাগাছ সাহিত্য সংসদের ১৪তম মাসিক সাহিত্য আসর হারাগাছ হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংসদরের সভাপতি কবি, লেখক দিলগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসরে কবিতা পাঠ করেন চাঁদনী আক্তার, ফরহাদুজ্জামান ফরহাদ, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ। সাহিত্য সংশ্লিষ্ট বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা এডভোকেট ওয়াজিহার রহমান, বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষক নূরুল আমিন। সংগঠনের সম্পাদক ময়নুল ইসলামের সঞ্চালনায় আরো কবিতা পাঠ করেন আবুল কাশেম মাস্টার। শেষে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও লেখক আহসান হাবীব শাহজাহান স্যার। আসর চলাকালীণ প্রধান উপদেষ্টা আবুল কাশেম মাস্টারের ৭৬তম শুভ জন্মদিনে সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :