[gtranslate]

হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা 


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন / ১০৫
হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা 

হিলি প্রতিনিধি-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুরের হিলিতে দুই জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে। আজ রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার মাঠপাড়া ও ধরন্দা এলাকায় অসহায় দুই জন রোগীকে সহায়তা করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখানে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গতকাল শনিবারে উপজেলার ধরন্দা ও মাঠপাড়ায় গণসংযোগ করার সময় দুই জন অসহায় গরিব রোগী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে চিকিৎসার কথা বললে তিনি তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তাই আজকে তার নির্দেশে উপজেলার মাঠপাড়া এলাকার সাড়ে তিন বছরের এক শিশু মাথায় টিউমার ও হার্ডের সমস্যা থাকায় তার চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপর দিকে ফকিরপাড়া এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ডা. জাহিদ সাহেবের পক্ষ থেকে এই রকম সহযোগিতা অব্যাহৃত থাকবে।