হিলিতে আদিবাসী এক ব্যাক্তির মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৯:২৬ অপরাহ্ন / ৪৫৩
হিলিতে আদিবাসী এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি ঃ
দিনাজপুরের হিলিতে ভায়রো হেমরম (৪৫) নামের এক আদিবাসীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিরামপুর-হিলি সড়কের পার্শ্বে বিজিবি ক্যাম্প সংলগ্ন মোস্তাক মাষ্টারের ওয়েব্রিজ এর পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ইশানপুর গ্রামের মৃত লক্ষণ হেমরমের ছেলে।

স্থানীয়রা জানান, আজকে মাগরীবের আযানের সময় একজন ব্যাক্তি অটোতে করে এখানে এই ব্যক্তির মরদেহটা রেখে চলে যায়। আমি দুর থেকে রাত হওয়ার কারনে ক্লিয়ার বুঝতে পারিনি। কাছে এসে দেখছি একজন ব্যক্তির মরদেহ।পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান,লোক মুখে সংবাদ পেয়ে ওয়েব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।তদন্ত চলছে,মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।তার কাছে একটি ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগে ডাক্তারি কাগজপত্র অনুযায়ী জানা যায় তার বাড়ী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ইশানপুর গ্রামে।