

হিলি প্রতিনিধি-
ক্রীড়াই বল ক্রিড়াই শক্তি, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা উদ্ভোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের নেতাকর্মীরা। ৮ টিমের খেলায় বিরামপুর খেলোয়ার কল্যাণ সমিতি ও ডাব্লু এফসি খেলোয়ার একাদশ ভাদুরিয়া টুনামেন্ট ফাইনালে অংশগ্রহণ করেন। ৭০ মিনিটের খেলায় বিরামপুর খেলোয়ার কল্যাণ সমিতিকে ০-১ গোলে হারিয়ে ডাব্লু এফসি খেলোয়ার একাদশ ভাদুরিয়া টুনামেন্ট বিজয়ী হয়েছেন। খেলা শেষে বিজয়ী টিমকে একটি গরু ও পরাজিতকে একটি খাসি পুরুস্কার তুলে দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন ২নং বোয়ালদাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম। জে/এ

আপনার মতামত লিখুন :