ছামিউল ইসলাম আরিফ, বিশেষ প্রতিনিধি-
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (৩ জুলাই) উপজেলার বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এনটিভির হিলি প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, পৌর প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, তদন্ত জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এনটিভির দীর্ঘ ২২ বছরের পথচলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এনটিভির পথচলার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সবশেষে সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন থেকে র্যালি বাহির হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসোসিয়েশনে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :