হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৭:২০ অপরাহ্ন / ৪০১
হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ রবিবার(১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ হল রুমে সংবর্ধনার আয়োজন করা হয়।
সভাপতি শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ফেরদৌস আলী খান, হাকিমপুর থানা ওসি আবু সায়েম মিয়া, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ১৯ জন শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাপ, সাইন্টিফিক ক্যালকুলেটর ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।