হিলিতে কৃষকদের বিনামূল্যে সার ও পেঁয়াজ বীজ বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন / ৩৪
হিলিতে কৃষকদের বিনামূল্যে সার ও পেঁয়াজ বীজ বিতরণ

ছামিউল ইসলাম আরিফ,
বিশেষ প্রতিনিধি-

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর)  বিকালে উপজেলায় কৃষি অফিস হলরুমে কৃষি অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৫০ জন কৃষকদের মাঝে  ১ কেজি করে পেঁয়াজ বীজ,১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকে।