হিলি প্রতিনিধি
“অসমতা দূর করি,এইডস মুক্ত বিশ্ব গড়ি”এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১ ডিসেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আবাসিক মেডিকেল অফিসার তন্ময় কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুন্নাহার আজাদি সহ আরো অনেকে।
সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার ডা. সুলতান মাহমুদ হাসান,আপস হিলি আউটলেট ম্যানেজার রবিউল ইসলাম, সেকনো ডা. ফরাদ হোসেন, সেফ দ্য চিলড্রেন আউটলেট ম্যানেজার মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
ছামিউল ইসলাম আরিফ
হিলি .দিনাজপুর
০১৯২৭১৯০৩৫৫
০১.১২.২২
আপনার মতামত লিখুন :