হিলিতে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন / ৩৩
হিলিতে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছামিউল ইসলাম আরিফ,
বিশেষ প্রতিনিধি-

সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষপূর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষে পদাপর্ণ উপলক্ষে দিনাজপুরে হিলিতে আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২ টার সময় হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে দৈনিক সকালের বাণী পত্রিকার হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, তদন্ত ওসি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার হিলি প্রতিনিধি ডা. আলতাব হোসেন, যায়যায়দিনের হিলি প্রতিনিধি রমেন বসাক, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান,হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল,সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন,বাংলা টিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান, মুভিবাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশের হিলি প্রতিনিধি মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সকালের বাণী এ অঞ্চলের কৃষি, অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা, মানবিক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সমাজের অসংহতি তুলে ধরবে। অবহেলিত মানুষের কথা সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির উত্ত্বর সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা।