হিলি মুক্ত দিবস পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ৭:৩০ অপরাহ্ন / ৪১০
হিলি মুক্ত দিবস পালিত

 

হিলি প্রতিনিধিঃ


দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে হিলি মুক্ত দিবস।

আজ রবিবার(১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার মোকলেদা খাতুন মিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পানামার্পোটের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম, মুক্তি যোদ্ধা সন্তান জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭নং সেক্টরের মুক্তিযোদ্ধাসহ ভারতীয় মিত্র বাহিনীর ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪’শ জন। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা-ঢাকা দেয় রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়ায় এলাকাবাসি।

 


There is no ads to display, Please add some