১৬ বছর মিম্বরে বসে আমাদের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয়নি – মুফতি আব্দুল হান্নান


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন / ২৩
১৬ বছর মিম্বরে বসে আমাদের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয়নি – মুফতি আব্দুল হান্নান

 

আবদুল মান্নান:

পরশুরামের মির্জানগরে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘সকল ওলামায়ে কেরামের ঐক্য ও দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক’ ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯ নভেম্বর) মির্জানগর ইউনিয়নের সকল মসজিদের ইমাম,মুয়াজ্জিনদের নিয়ে সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওলামায়ে কেরামের ঐক্য ও দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক’ ওলামা সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মাতিন। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত  সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অডিটেরিয়ামে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন,পরশুরামে জনপদে ইসলামপন্থীদের উপর সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন করা হয়েছে। দুইজনকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হয়নি। বিগত ১৬ বছর আলেমদেরকে মসজিদের মিম্বরে বসে সাহসী কথাগুলো, কোরআন ও হাদিসের কথাগুলো বলতে দেওয়া হয়নি। ন্যায়ের পক্ষে কথা বলতে দেওয়া হয়নি। আমাদের  অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। বরং আমাদের বলা হয়েছে আমরা কোরআনের অপব্যাখ্যা করি। তিনি আরও বলেন ইসলামপন্থীদের উপর আওয়ামী লীগ আয়নাঘরের মতো যে অমানবিক নির্যাতনের ইতিহাস করেছে আজ জনগণ তাদেরকেই সেই আয়না ঘরে দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর ক্ষমতায় আসলে নির্যাতনের এমন কোন কেন্দ্র বা সেক্টর এদেশে থাকবে না। মানুষের মাঝে কোন বৈষম্য থাকবে না। আওয়ামী লীগ তাদের অন্যায় ও জুলুমের ফল হিসাবে এই দেশ ছেড়ে তাদের পালাতে হয়েছে। আওয়ামী লীগের বিগত সময়ের জুলুম, নির্যাতনের অবসান ঘটিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে তা ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। এসময় মুফতি আব্দুল হান্নান বিগত বছর গুলোতে যারা জুলুম, নির্যাতনের স্বীকার হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে সকলের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকল মতাদর্শের আলেমদের বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানান।

মির্জানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউছুফ আশেকীর সভাপতিত্বে ও ইউনিয়ন ওলামা ইউনিটের সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা নুর মোহাম্মদ, ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম,  সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক, উপাদ্যক্ষ মাওলানা আনোয়ার শাহ, সুবার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন।

ওলামা সম্মেলন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান।