৩৬ঘন্টার ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ!


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৬:৫৫ অপরাহ্ন / ৪৭১
৩৬ঘন্টার ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ!

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

রংপুর বিভাগের মোটর মালিক সমিতির ডাকা ৩৬ঘন্টার ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ রংপুর বিভাগীয় সমাবেশে বাধা সৃষ্টির জন্য এমনটি করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে শনিবার সন্ধা ৬টা পর্যম্ত।

জাতীয় মহাসড়কে নসিমন করিমনসহ তিন চাকা দিয়ে চলাচলকারী যানবাহন বন্ধের দাবীতে এই ধর্মঘটের কথা বলছেন মোটর মালিক সমিতির নেতারা, আর লালমনিরহাট জেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন আগামীকাল রংপুরে বিএনপির বিভাগীয় গনসমাবেশে রয়েছে। সেখানে বেশী লোক যেন উপস্থিত হতে না পারে সেজন্যই এই কর্মসূচি।

এদিকে যারা অটোরিকশা, ভ্যান চালান তারা যাত্রী না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা দিনে এনে দিনে খাই, রাস্তাঘাটে গাড়ী ঘোরা না চললে তো যাত্রী বেশী পাওয়া যায় না। এমন ধর্মঘটের কারনে আমাদেরই ক্ষতি হচ্ছে।

তবে জেলা মোটর মালিক সমিতির এক নেতা জানান, বিএনপির সমাবেশ ঘিরে আমরা কোন রিস্ক নিতে চাই না, সাধারণ যাত্রীদের চলাচলে কোন সমস্যা হচ্ছে না, তারা অটো, সিএনজি বা তেলের গাড়ীতে করে তাদের গন্তব্যে চলে যাচ্ছে এতে কোন সমস্যা হচ্ছে না।


There is no ads to display, Please add some