কলমেঃ আব্দুল মান্নান
রচনাঃ ০২ এপ্রিল ২০২৪
মেঘের আড়ালে ঢাকা সোনালি সূর্য
সূর্যের কিরন নেই ভূমিতে
আধো আঁধারে কাটে সারা দিন
কুয়াশায় ভরা নেই রোদ্রো।
শীতল হাওয়া বহে চারিদিকে
কর্মমুখী শ্রমিক জনতা
ছুটে চলে কুয়াশার ভেদ করে
কর্মস্থলে পেটের দায়ে।
শত ব্যথা কষ্ঠ বয়ে চলে বুকে
তবু মিষ্টি হাসি ঠোঁটে
নিরবে নীবৃত্তে কষ্টের মাঝে
পরিবারের সুখের তরে।
নিজের বিনেদন বিসর্জন দিয়ে
পরিবারের শত বায়না
পূরণ করে অশ্রু সজল নয়নে
বিনিময়ে ভাগ্যে বঞ্চনা।
হারিয়ে গেছে মানবতা মনুষ্যত্ব
প্রাপ্তিতে থাকে খুশি
অশান্তির আগুনে পোড়া মন
হাসে কষ্টের হাসি।
সম্পাদক ও প্রকাশক : এ কে এম, ফজলুল হক মনোয়ার। সিনিয়র সহ-সম্পাদক: এম. এ রশীদ নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল। বার্তা সম্পাদক: এনামুল হক মনি। সাহিত্য সম্পাদক: সুবর্ণা দাস। ঠিকানাঃ গান্ধাইল/সোনামুখী বাজার,কাজিপুর, সিরাজগঞ্জ। মোবাইল: 01818514313/ 01740992321/01712385441
ই-পেপার