[gtranslate]

সফল আলু বীজ ব্যবসায়ী ইয়ামিন


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন / ৩৮
সফল আলু বীজ ব্যবসায়ী ইয়ামিন

মহাদেবপুর (নওগাঁ ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের সফল আলু বীজ ব্যবসায়ী মো.ইয়ামিন হোসেন। ১৬ বছর বয়েসে পিতা মারা যায়। তাই অর্থের অভাবে এস. এস. সি পরীক্ষা দেওয়া হয়নি। এক সময় দরিদ্র মো.ইয়ামিন হোসেনের সংসার ছিল অভাবের। সংসারে সদস্য ছিল ৬ জন। অনেক অভাবে অতিবাহিত হতো তার জীবন। আনুমানিক ২০১৮ সালের দিকে মাত্র ৫০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, মাতাজী হাটে আলু ও অন্যান বীজের দোকান দিয়েছেন। তাঁর এখানে প্রায় ৩০ জন মানুষ কাজ করেন। এ বছর কয়েক টন আলুর বীজ বুকিং দিয়েছেন। ব্র্যাক, হীরা ও সুপ্রীম কোম্পানির আলুর বীজ পাওয়া যায়।তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভাই ভাই ট্রেডার্স।

মো.ইয়ামিন হোসেন বলেন, আমি আলুর বীজ বিক্রয় করি ও আলুর মৌসুমে হাজার হাজার মন আলু ক্রয় করি। আলুর ব্যবসা করে বছরে প্রায় ২ লক্ষ টাকা আয় হয়।