

ঠাকুর প্রসাদ রায়,
বিশেষ প্রতিনিধি-
ঢাকায় সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ উপজেলা সম্মেলন কক্ষে (বিজয় ৭১) অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিন ব্যাপি সাভার উপজেলার মোট ১২ টি ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রশিক্ষণের উদ্বোধন ও সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার সাভার।
উক্ত প্রশিক্ষণে মূল আলোচনা উপস্থাপন ও সেশন পরিচালনা মো. আল-ফারুক গাজী ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ঢাকা। এ ছাড়াও সেশন পরিচালনা করেন চম্পক বড়ুয়া সাব ইন্সপেক্টর সাভার থানা। এ সময় গ্রাম আদালতে অভিযোগ গ্রহণ নিষ্পত্তির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনায় ইউনিয়ন ভিক্তিক নমুনা মামলা রেজিষ্টার পর্যালোচনা করে ত্রৈমাসিক রিপোর্ট অনুশীলন করা হয়। প্রশিক্ষাণার্থীকে ৪ টি ছোট দলে ভাগ করে দলীয় কাজ উপস্থাপন করা হয়। গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তি, ত্রৈমাসিক প্রতিবেদন ব্যবস্থাপনা এবং ইউপি প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক আলোচনা কর্মশালায় প্রাধান্য পায়। ডিএমআইই কর্মশালা আয়োজন পরিচালনা ও সার্বিক কার্যক্রমের সহযোগিতায় ছিলেন মো. দেলোয়ার হোসেন (সিএ) সাভার উপজেলা পরিষদ সাভার ঠাকুর প্রসাদ রায় ও উজ্জ্বলা ক্লারা রায় উপজেলা কো-অর্ডিনেটর সাভার। জে/এ
আপনার মতামত লিখুন :