জেলা প্রতিনিধি, গাইবান্ধা
অপহরণের পর মুক্তিপন আদায় চক্রের তিন সদস্যকে গাইবান্ধা আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (০২) নভেম্বর দুপুরে আদালতে সাক্ষী দিতে আসে আব্দুল মান্নান। সাক্ষ্য গ্রহণ না হওয়ায় তিনি গাইবান্ধা-পলাশবাড়ী রাস্তার পাশে হোটেল স্কাউভিউ এর সামনে পৌছামাত্র অজ্ঞাত পাঁচ থেকে ছয়জন মোটরসাইকেল যোগে অপহরণ করে। পরে চকমামরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যায় তাকে।
এরপর অপহরণকারীরা আব্দুল মান্নানের ফোন থেকে তার শোভাকাঙ্খী আল আমিনকে মুক্তিপনের ৫০ হাজার টাকা দাবি করে। পরে আল আমিন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন, শহরের শাপলামিল এলাকার আব্দুল করিমের ছেলে মাসুদ রানা (৩২), চকমামরোজপুর এলাকার সোনা মিয়ার ছেলে পাপুল মিয়া (২২) ও ফকিরপাড়া এলাকার জহুরুল মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়। এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
আপনার মতামত লিখুন :