মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) দুপুরে অভয়নগরের পায়রা বাজারে ফিতা কেটে ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিঃ এর বসুন্দিয়া শাখার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। প্রফেসর মো. হাদিউজ্জামান নয়ন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর খুলনা রিজিওন এর ম্যানেজার সঞ্জয় কুমার দত্ত, পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বিশ্বাস, ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের টেরিটরি অফিসার কিশোর সরকার, সহকারী টেরিটরি অফিসার মো. কামাল আহমেদ, ওয়ান ব্যাংক এর বসুন্দিয়া শাখার মো. সাইফুর রহমান শিকদার, এস এন্ড এস কনস্ট্রাকশন এর প্রোপাইটর আব্দুস সালাম প্রমুখ। এসময় এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :