অভয়নগরে ধোপাদী নূরানী মাদ্রসায় বার্ষিকী বদর সদস্য সম্মেলন।
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
অভয়নগরে ধোপাদী নূরানী হাফেজী কওমী ও এতিমখানা মাদ্রসায় বার্ষিকী বদর সদস্য সম্মেলন ও নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে সংবর্ধণা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১২ টার সময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে মাদ্রসার বার্ষিকী বদর সদস্য সম্মেলনে আলোচনা করেন খুলনা জামানুল মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: মুফতি মো: রফিকুল ইসলাম। এসময় নূরানী হাফেজী কওমী ও এতিমখানার মাদ্রাসার পক্ষ থেকে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার খাদ্য শস্য ও কয়লা আমদানীকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, মোস্তফা কামাল, বিএনপি নেতা মশিউর রহমান মশি, অত্র প্রতিষ্ঠানের মোহতামিম আব্দুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএল কলেজের অধ্যাপক জোবায়ের হোসেন, ধোপাদী ঘের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কবিরাজ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ওর্য়াড বিএনপির সভাপতি রফিকুল ইসলা টুলু, ব্যবসায়ী নাসির উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন হোসেন, নায়েব তহিদুল ইসলাম তহিদ, শিক্ষক হাফেজ জামিল আহমেদ, ইব্রাহীম খলিল, মুফতি ইকরামুল হোসেন, মাও: নিজাম উদ্দিন, আতাউর রহমান প্রমুখ । অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনা জামানুল মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: মুফতি মো: রফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :