রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ ২ ডিসেম্বর/২০২২, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কবি রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, মাহমুদ এলাহী মন্ডল, মাসুম মোর্শেদ, জোসেফ আখতার, বিমলেন্দু রায়,ফারহান শাহীল লিয়ন, রাকিবুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, আব্দুস সোবহান, জাকির আহমেদ, গোলাম রব্বানী,মাসুদ বশীর, মোফাজ্জল হোসেন, তাপস মাহমুদ, সরকার বাবলু,মাসুদ বিহঙ্গ প্রমুখ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সাধারন সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী ফারহান শাহীল লিয়ন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
আপনার মতামত লিখুন :