ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহের ডাকে রাজস্থান রাজ্যের ফরিদাবাদ জেলার সূরজকুন্জে বসেছে ভারতের সরাস্ট্র মন্ত্রীদের বৈঠক। এই বৈঠকে মিলিত হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের মোট ৮,জন, মুখ্যমন্ত্রী এবং ১৮,টি, রাজ্যের সরাস্ট্র মন্ত্রী। সেই সাথে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের গভর্নর ও সচিবরা। আজকের দুইদিনের চিন্তন শিবের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আগামী ২০২৪,শের, মধ্যে ভারতের প্রতিটি রাজ্যের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ অফিস খোলা হবে দেশের স্বার্থে। সেই সাথে সামরিক বাহিনীর ও পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কে আরও আধুনিকীকরণ করা হবে বলে উল্লেখ করেন। এবং ২০৪৭,শে, মধ্যে পঞ্চপ্রান প্রকল্প গড়ে তোলার কথা বলেন। এই সম্মেলনে ভারচুয়াল ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বৈঠকে মিলিত হয়নি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রতিটি রাজ্যের প্রতিটি উপস্তিত আছেন।।
আপনার মতামত লিখুন :