কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা এস টি এফ গ্রেপ্তার করে বাংলাদেশের নিশিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ র সদস্য মনিরুল খাঁন কে। তাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থানার পূর্ব রানাঘাট থেকে ধরা পড়ে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার উল্লাহ র সাথে যুক্ত হয়ে ভারতে কাজ করছিলেন। এই মনিরুল খাঁন নাম ভেড়িয়ে মথুরাপুর থানার ধ্রবচাঁদ হালদার কলেজে পড়াশোনা করেছেন ইতিহাস নিয়ে। বহু চেষ্টা র পর গতকাল গভীর রাতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা এস টি এফ। আজ কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থা এস টি এফ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাথে যোগাযোগ করে এই মনিরুল খাঁন সাথে কারা যুক্ত আছেন তা জানতে চেষ্টা করছে। আজ ধৃত মনিরুল খাঁন কে কলকাতা ব্যাক শাল কোর্টে তোলা হবে। এবং পুলিশের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।।
আপনার মতামত লিখুন :