মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:
আজ বুধবার (২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট সদর রিটার্নিং অফিসার ও লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার-এর কার্যালয় সূত্রে জানা গেছে, বড়বাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এস এম আশরাফুল হক মিঠু (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ একরামুল হক (হাতপাখা), স্বতন্ত্র নাজমুল হুদা লিমন (ঘোড়া), আব্দুল মান্নান (মোটর সাইকেল)। এখানে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ২২জন। তন্মধ্যে ১১হাজার ২০জন পুরুষ ও ১০হাজার ৮শত ২জন মহিলা।
উল্লেখ্য যে, মোট ভোট কেন্দ্র ১০টি। ভোট গ্রহণ বুথ সংখ্যা ৬৫টি এবং ইভিএম মেশিন ৬৫টি।
এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে মর্মে জানা গেছে।
আপনার মতামত লিখুন :