মনোয়ার ইমাম
অল ইন্ডিয়া প্রতিনিধি ঃ
আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে কাছে সুরাট থেকে আমেদাবাদ যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসে বহিরাগত দুস্কৃতিকারীদের ছোড়া পাথরের আঘাতে আক্রান্ত মিম পার্টির প্রধান আলাউদ্দিন ওয়াইসি। তার সাথে ছিলেন গুজরাট রাজ্যের মিম পার্টির প্রধান সাবির কাবলীওয়ালা। এদিন গুজরাটে দলীয় কাছে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাবে কারা এমন কাজ করতে পারে তা জানা যায় নি। আগামী দিনে গুজরাটে বিধানসভা র নির্বাচন। ঠিক তার আগে এমন ঘটনা প্রভাব ফেলতে পারে রাজ্যের রাজনীতি তে। গত মাসে ৩০,তারিখে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুভ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গান্ধী নগর থেকে বম্বে পযন্ত চলাচল করতে এই ট্রেনটি উদ্বোধন করেন। তবে আজকের ঘটনা আগামী দিনে মিম পার্টির শক্তিশালী করবে বলে জানান ভারতের মিম পার্টির প্রধান আলাউদ্দিন ওয়াইসি।।
আপনার মতামত লিখুন :