কোলকাতা প্রতিনিধি ঃ
ভারতের রাজস্থান রাজ্যের রাজময়ন্দ জেলার নাথ দ্বার শহরে তৈরি করা হয়েছে ৩৫৯,ফুট, লম্বা ভগবান শিবের মূর্তি। এই শিব মুর্তির শুভ উদ্বোধন করবেন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৈলত। এই মুর্তির শুরু হয় প্রায় দশ বছর আগে। তখন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গৈলত। রাজস্থান রাজ্যের উদয়পুর থেকে প্রায় ৪৫,কিলোমিটার, দূরে পাহাড়ের চূড়ায় আরোহণ করছে বিশালাকার ভগবান শিবের মূর্তি। এটি তৈরি করেন মিরাজ গ্রুপের কর্নধার মদন পাালিওয়াল। প্রায় ৫১,বিঘার, উপর যায়গায় নিয়ে প্রায় তিন হাজার টন ইস্পাত ও আড়াই হাজার টন লক্ষ ঘনটন কনক্রিট বালি ব্যবহার করা হয়। এই শিবের মূর্তি এতটাই মজবুত যে ২৫০,কিলোমিটার, বেগে ঝড় আসলে ক্ষতি করতে পারবে না এই শিব মুর্তির। এই পাহাড়ের পাদদেশে ভগবান শিবের মূর্তি নির্মাণ কে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। বিশ্বের বিভিন্ন যায়গায় থেকে আসা পর্যটকদের জন্য রাখা হয়েছে বিনোদনের যায়গা। এবং ছোটদের খেলার জন্য নানা ধরনের ব্যাবস্থা। আজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গৈলত ও উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও মন্ত্রী শ্রী পি সি যোশী সহ অন্যান্য সরকারি অধিকারী।।
আপনার মতামত লিখুন :