আধুনিক বাংলাদেশ


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ১২:২৮ অপরাহ্ন / ৬০০
আধুনিক বাংলাদেশ

#ইলোরা_সোমা

আমরা বাঙালি মুসলিম উম্মত
হে আল্লাহ দেখ এসে করছি কোথায় বাস,
পানিতে ডোবে যাওয়ার ভয়! ডাঙ্গায় সর্বনাশ।

কে চোর আর কে সাধু বোঝা বড়ই দায়,শপথ করে তাই চলছে লুটপাট সেবার বাহানায়।

সমাচারের চ্যানেল গুলো রঙ্গ দেখায় রোজ সকাল- দুপুর আর বিকেল হর হামেশাই চলছে তাদের ডোজ
আর ঘরের ভিতর যাচ্ছে পাওয়া যত গুপ্তধনের খোঁজ।

খোঁজ করতে চিন্তা সবে করি আর বলি
কত টাকা ধনীর ছিলো আর গরীবের বা কত
বস্তা বন্দী টাকার পাহাড় বাড়ছে অবিরত।

টাকা করে আজ হচ্ছে কেউ ভালো আর কারো মন্দ
কেউ ভাবেনা টাকার জন্য হচ্ছে যত দন্দ।

কারা হলো লাভবান কার হলো খুব ক্ষতি কেউ ভাবেনা এই কথাটা আজ
উন্নয়নের সমাজ সেবক,
আনলো অবনতি
সমাজ আজ কোন পথে আছে কারো নেই আজ অজানা।

সামনের দিন কাটবে কেমনে সর্বজনে ভাবে তাই আজ
আস্ত একটা নদী থেকে দু এক বালতি পেতে
জানতে পানির গভীরতা নামলো তলানীতে।

আজ সকল মানুষ জেগে উঠেছে জানতে চায়
আচারের শাস্তি চায় পাবলিক গেছে ক্ষেপে
কোন রাস্তায় কত কাঁদা দেখো এবার মেপে
সব অবিচার হোক শেষ আজ রইবেনা কোথাও কারো অভিযোগ

খুলুক তালা চলুক তালাশ ধরা পড়ুক সকল চোর
অলসতার রাজ্যে এবার কাটুক ঘুমের রেশ,
ঘুমের ঘোর কাটুক রাজার হোক শান্তির দেশ।

হোক প্রতিবাদ অমানুষদের করুক মাথা হেঁট,
হোক না আজ সকল অপরাধ নির্মূল করুক প্রতিবাদ,
আর এভাবেই বলছি
গর্বে বলছি
হোক এভাবেই আধুনিক বাংলাদেশ।