আন্তর্জাতিক সেবামুলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৯এর (রাজশাহী বিভাগের) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২২, ৯:২৭ অপরাহ্ন / ৪১৫
আন্তর্জাতিক সেবামুলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৯এর (রাজশাহী বিভাগের) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
আন্তর্জাতিক সেবামুলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৯এর (রাজশাহী বিভাগের) বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী নাটোর রাজবাড়ির আনন্দ ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের উদ্বোধন করেন, নাটোর জেলাপ্রশাসক শামীম আহমেদ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম সহ জাতীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন বর্তমান জেলা গভর্নর নাটোর ক্লাব এর আইপিপি এপেক্সিয়ান তাজুল ইসলাম।

কনভেনশন এ সালের জন্য বিনাপ্রতিদন্দিতায় জেলা গভর্নর নির্বাচিত হন সিরাজগঞ্জ এপেক্স ক্লাবের ফাউন্ডার ও চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান হেলাল আহমেদ। কনভেনশনে এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর ২৭জন সদস্য অংশ গ্রহণ করেন। নির্বাচিত হবার পর সিরাজগঞ্জ ক্লাব এর সদস্যবৃন্দ সহ রাজশাহী অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার ক্লাব কর্মকর্তাবৃন্দ বিপুলভাবে পুস্প মাল্য দিয়ে অভিনন্দন জানান।