আমতলীতে হিরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার।


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৮:৫৬ পূর্বাহ্ন / ৩৮২
আমতলীতে হিরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার।

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১’৬ গ্রাম হিরোইনসহ চিহ্নিত দু’জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে ।

শনিবার গভীর রাতে বরগুনার আমতলী পৌরশহরের ৭নং ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ট্রান্সপোর্টের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চিহ্নিত মাদক সেবনকারী ও কারবারী শহিদুল ইসলাম তালুকদার (৫০) ও মোঃ বেল্লাল হাওলাদার (৩৫) ।

ওই সময় তাদের শরীর তল্লাশী করে ১১’৬ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের একদল চৌকস সদস্য আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশনের পূর্ব পাশের ভাই ভাই ট্রান্সপোর্টের সামনে থেকে হিরোইনসহ চিহ্নিত ওই দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্য অনুমান ৩২ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ/ মনি