আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর নতুন বাজার চৌরাস্তা অবস্থিত মাছ বাজারে অভিযান চালিয়ে ১২০ মন জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারের নেতৃত্বে পুলিশ নতুন বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে বেওয়ারিশ ১২০ কেজি জাটকা জব্দ করে। অভিযানের খবর পেয়ে অবৈধ ব্যবসার সাথে জড়িতরা সটকে পরে। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা এবং গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালিয়েু ১২০ কেজি জাটকা জব্দ করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :