হিলি প্রতিনিধি
আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজের নামে মিথ্যা চাঁদাবাজীর মামলা করায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। এসময় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।
আজ বৃহস্পতিবার(১৭ নভেম্বর) বেলা ১২টায় এলএসডি গোডাউন সংলগ্ন হাকিমপুর প্রেসক্লাবে সংগঠনের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন বুলু, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।
স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এসময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারীরা ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন। এঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে এরই জেরে তাহাকিক হাসান আজিজের নামে এই চাঁদাবাজীর মিথ্যা মামলা করেন।
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ হোসেন, মুছা মিয়া,মোয়াজ্জেম হোসেন, মোসলেম উদ্দিন,গোলাম রব্বানী,তারিকুল ইসলাম,খোকন হোসেন, লুৎফর রহমান,নুরুজ্জামান, বাপ্পি হোসেন ও সাংবাদিক ছামিউল ইসলাম আরিফসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :