আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে কলেজের ছাত্র নিহত


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন / ৪৬৭
আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে কলেজের ছাত্র নিহত

 

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা গাছে টাঙ্গাতে গিয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বুধবার (৮নভেম্বর) সকাল ১২টার দিকে খাগড়াপুরস্থ মাস্টার পাড়ার নিবাসী দিপেন ত্রিপুরা(১৭) নামে এক স্কুল ছাত্রটি তার প্রিয় দলের পতাকা কাঁচা বাঁশে বেঁধে গাছে বাঁধতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে শর্ট সার্কিট হয়ে মারা যায়। নিহত দিপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য সুকমল ত্রিপুরা ও সুজিতা ত্রিপুরা’র ২য় সন্তান।

দিপেন খাগড়াছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে কিছুদিন আগে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে ছিলেন।

নিহত দিপেন ত্রিপুরা’র বাবা জানান, দুপুরের দিকে তেতুল গাছে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট খেয়ে গাছ থেকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এবিষয়ে জানতে চাই সদর থানার ওসি মেঃ আরিফুল রহমান বলেন, ইতোমধ্যে মামলার অপমৃত্যুর রুজু করা হয়েছে। ময়নাতদন্ত করার শেষে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।