ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সয়দাবাদ ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ।


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১০:০৪ অপরাহ্ন / ৪৮৬
ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সয়দাবাদ ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ২১৮ জন জেলেদের মাঝে জন প্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা সয়দাবাদ ইউনিয়নের পরিষদে উক্ত চাল বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

এ সময় সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আসলাম উদ্দিন,
সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক টি,এম মাইনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য ইউপি সদস্যগণ, কর্মকর্তা-কর্মচারী গণ এবং সুবিধা ভোগী জেলেদের অনেকে উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some