উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ৬:৩৭ অপরাহ্ন / ৩৫৫
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী। গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাথী আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সকালে পৌরসভার খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাথীর বাবা শাহাদত হোসেন গতকাল সন্ধ্যার থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় রাতেই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হলুদবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে সাথী আক্তারের সঙ্গে ভেড়ামারা পৌরসভার খাঁ পাড়া এলাকার রফিকুল ইসলাম বাবু ড্রাইভারের ছেলে মো. আকাশের (২৮) ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোনার গয়না যৌতুক দাবি করা হচ্ছিল বলে অভিযোগ করেছে সাথীর পরিবার।

ভেড়ামারা থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার রায় বলেন, সাথীর শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।