কাজিপুরে কৃষকের টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৫:১২ অপরাহ্ন / ৪৭৯
কাজিপুরে কৃষকের টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এনামুল হক (মনি) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর উত্তর পাড়া আব্বাস আকন্দের ছেলে কৃষক
জহুরুল ইসলামের টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা,
জানা যায় কৃষক জহুরুল ইসলাম ১০ শতক জমিতে শীতকালীন সবজি টমেটোর চাষ করেন, এতে প্রায় ১০ হাজার টাকার মত খরচ করেন , কৃষক জহুরুল ইসলাম বলেন আমার জমিতে সকালে এসে দেখি কে বা কারা আমার টমেটো গাছের সবগুলো গোড়া কেটে দিয়েছে, এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এ/ মনি ২১