কাজিপুরে নয়া এসিল্যান্ডের যোগদান


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২২, ৫:২৫ অপরাহ্ন / ৪৬৯
কাজিপুরে নয়া এসিল্যান্ডের যোগদান

এনামুল হক (মনি)কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সহকারি কমিশনার(ভূমি)হিসেবে যোগদান করেছেন কাজী মোহাম্মদ অনীক ইসলাম। গত সোমবার তিনি সিরাজগঞ্জ জ্রেলা প্রশাসকের কারর‌্র্যালয়ে যোগদান করেন। আজ মঙ্গলবার তিনি কাজিপুর উপজেলা ভূমি অফিসে সকাল থেকে অফিস করেছেন।
কাজী মোহাম্মদ অনীক ইসলাম কাজিপুরে বিদায়ী এসিল্যান্ড এবিএম আরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার দুপুরে তার অফিসে গিয়ে কাজিপুরের সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাগণ সাক্ষাৎ করেন। এসময় সবার সাথে তিনি কুশল বিনিময় করেন। কাজিপুরে দায়িত্বপালণকালীন সময়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
৩৬তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন কাজী মোহাম্মদ অনীক ইসলাম। তিনি এর আগে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কর্মরত ছিলেন।# (ছবি আছে)

এ/ মনি ২১