এনামুল হক (মনি)কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের জালে ধরা খেলেন দুই মাদক কারবারী।দুর্গম চরাঞ্চলের দক্ষিন রেহাইশুড়িবেড় এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশের একটি দল নাটুয়ারপাড়ার মৃত দেলোয়ার শেখের পুত্র আবুল কালাম আজাদ (৩৮) ও সাং-বিলসুন্দর গ্রামের চাঁন মিয়ার পুত্র ইউসুফ আলী (৩৪)। পুলিশ তাদের নিকট থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট পায়।আটককৃতরা এলাকায় মাদক সেবন ও বিক্রি চক্রের সাথে জড়িদ বলে জানিয়েছেন পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত জানান, আটক দুইজন এলাকার চিহ্নিত মাদক কারবারী। আজ (মঙ্গলবার)তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে দুপুরে সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।(ছবি আছে)
এ/ মনি
আপনার মতামত লিখুন :