মোঃ শাহজাহান আলী, কাজিপুর থেকেঃ
সিরাজগঞ্জের কাজিপুরে নিজেদের জমি দাবি করে একটি মসজিদের সীমানাপ্রাচীর গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ।
ঘটনাটি ঘটেছে, কাজিপুরের চালিতাডাঙ্গা ইউপির হাটশিরা গ্রামের বটতলায়। ঐ মসজিদের সভাপতি হোসেন আলীর কাজিপুর থানায় দেয়া অভিযোগে সরেজমিনে গিয়ে জানা যায়,হাটশিরা গ্রামের মরহুম আবুবক্কার সিদ্দিকের জীবদ্দশায় হাটশিরা মৌজার আর এস ৩০০ খতিয়ান এর ১৪৩৮ দাগের ৫৩ কাতের ০৩ শতক জমি গত ২০১১ সালের ২৬ জুলাই স্থানীয় গ্রাম বাসিদের মসজিদ নির্মানের জন্য লিখে দেন। গ্রামবাসি একটি মসজিদ নির্মান শেষে মসজিদ টি সম্প্রসারনের জন্য অবশিষ্ট জমি ইটের সীমানা প্রাচির দিয়ে ঘিরে রাখেন। এমনকি মসজিদের সামনে দাতা আবুবক্কারের শেষ ইচ্ছামত তাঁর কবরটিও দেয়া হয়।
এদিকে গত ১৫ মে ২০২৪ একই গ্রামের মৃত খলিলুর রহমানেরপুত্র চাঁন মিয়া গং রা মসজিদের জায়গা নিজেদের দাবি করে মসজিদের পাশে করা ইটের সীমানা প্রাচির ভেঙ্গে ফেলে দেয় শুধু তাই নয় মসজিদটি ও ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন।
এবিষয়ে অভিযুক্ত চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে মসজিদের জমিটি তাঁদের বলে দাবি করেন এবং বিষয়টি স্থানীয় উপজেলা চেয়ারম্যান মিটমাট করে দেবেন বলে উল্লেখ করেন।
কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রতিনিধি,সিরাজগঞ্জ।
আপনার মতামত লিখুন :