কাজিপুরে মুক্তিযােদ্ধাদের সংবর্ধনা
এনামুল হক (মনি) কাজিপুর প্রতিনিধিঃ- পহেলা ডিসেম্বর২০২২ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্হানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়েছে।কাচিহারা বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে এ উপলক্ষে প্রাথমিক স্কুল প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠান কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন ঐ স্কুলের প্রধান শিক্ষক, আশরাফুল আলম টিয়া।
মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অন্যদের মধ্যে সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী, সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ বক্তব্য রাখেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকদের জাতীয় পতাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :