কাজিপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন ও জেল হত্যা দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৬:৩৯ অপরাহ্ন / ৪৫৮
কাজিপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন ও জেল হত্যা দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

 

এনামুলহক (মনি)
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। কাজিপুর উপজেলা পরিষদ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় পৃথক ভাবে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই সভা করেছে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম হোসেন, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম শাওন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পরান সরকার, শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার,।
উল্লেখ্য, ১ নভেম্বরের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শহীদ এম মনসুর আলীর নাতী, জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিম এর জ্যেষ্ঠপুত্র জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
জনসভায় সভাপতিত্ব করবেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। # ছবি আছে

এ/ মনি ২১