কাজিপুরে যমুনা ব্যাংক শিমুলদাইড় এজেন্ট শাখার শুভ উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ১০:৪৩ অপরাহ্ন / ৩৯৯
কাজিপুরে যমুনা ব্যাংক শিমুলদাইড় এজেন্ট শাখার শুভ উদ্বোধন

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা ব্যাংক এজেন্ট মেসার্স মুনলাইট ট্রেডার্স শিমুলদাইড় বাজার ৪০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে ।

১৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় কাজিপুর উপজেলার শিমুলদাউড় বাজারে এজেন্ট মেসার্স মুনলাইট ট্রেডার্স যমুনা ব্যাংক শাখার শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, মুনলাইট ট্রেডার্স এজেন্ট শিমুলদাইড় শাখার প্রোপ্রাইটর মোঃ মোখলেছুর রহমান, যমুনা ব্যাংক ঢাকা হেড অফিসের এভিপি এস কে রাফিজুল ইসলাম, সিরাজগঞ্জ যমুনা ব্যাংক শাখার ম্যানেজার আবদুল মান্নান, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যমুনা ব্যাংক কাজিপুর শাখার ম্যানেজার আবুল কায়েস, শিমুলদাইড় শাখা ম্যানেজার রবিউল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে, কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিমুলদাইড় গরিরের কম্বল পল্লী খ্যাত এলাকা। কম্বল ব্যবসাহীদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে যমুনা এজেন্ট শাখা হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা কতৃপক্ষে অভিনন্দন জানিয়েছে।


There is no ads to display, Please add some