বিশেষ প্রতিনিধি ঃ
সিরাজগন্জের কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ প্রস্তাবিত মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ এ লায়লা নাসিম অডিটোরিয়াম ও এইচএসসি পরীক্ষার্থীদের ২০২২ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর দুপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর উদ্যোগে লায়লা নাসিম অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির (এ্যাডহক)সভাপতি উপজেলা নির্বাহী সুখময় সরকার। স্বাগতিক বক্তব্য রাখেন কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক। প্রধান অতিথি এম পি জয় বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার , শিক্ষার মানোন্নয়নে বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।কাজিপুরে প্রত্যন্ত এলাকার এ কলেজ টি নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।আগামীতে আমি এ কলেজ এর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চালিতাডাঙ্গা ইউনিয়ন আঃলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা তালুকদার, সম্পাদক রন্জু তরফদার। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, গর্ভনিংবডি সদস্য গাজী শাহাজামাল সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপাধ্যক্ষ মোঃশফিকুল ইসলাম সহ অন্যান্য সহকারী অধ্যাপকবৃন্দওশিক্ষক মন্ডলী। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা পুরস্কৃত হওয়ায় প্রধান অতিথি তাকে সন্মাননা স্মারক তুলে দেন ও ধন্যবাদ জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সহধর্মিণী লায়লা নাসিম এর নাম অনুসারে অডিটোরিয়ামের নাম করণ করা হয়এবং কলেজ টি মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ নাম করণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :