কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৯:০৯ অপরাহ্ন / ৪৫৫
কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়

এনামুল হক (মনি) কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচ শতাধিক দুঃস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

 

সোমবার (৫ ডিসেম্বর) সকাল এগারোটায় সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লা, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দের ৫০০ পিচ কম্বল আজকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। সকাল এগারোটায় শুরু শেষ হয়েছে সাড়ে বারোটায়।

এ/ মনি