কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ৮:২৭ অপরাহ্ন / ৫০৪
কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে শনিবার(৩ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ পরিচালক (স্থানীয় সরকার) ও চলতি দ্বায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ মোঃ লিয়াকত আলী, ওসি ডিবি মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন।


There is no ads to display, Please add some