হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নিজ বাসা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকসানা খানম (৫২) এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (০৭/১১/২০২২ইং) সকালের দিকে হাউজিং ডি ব্লকের ২৮৫ নং বাড়ী থেকে শিক্ষিকা রোকসানা খানমের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের দিবা শাখার (ইংরেজি) সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি খন্দকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী এবং ভেড়ামারা সরকারি গার্লস স্কুলের সহকারী শিক্ষক মরহুম রওশন মাস্টার এর বড় মেয়ে। নিহত রোকসানা খানম এর ব্যাচ – ৯৯, পিডিএস- ২০১৬৭০৪৬১৫।
তিনি এস.এস.সি-৮৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, নিহত রোকসানা খানম এর স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা এলজিইডি’তে চাকরী করেন।
নিহত শিক্ষিকা জিলা স্কুলে চাকুরী করার সময়ে নিঃসন্তানহীনভাবে হাউজিং ডি ব্লকের এই বাসার ২য় তলাতে একাই থাকতেন।
আজ সকালের দিকে নিহতের ফুফী দরজা খুলে দেখে বাড়ী এলোমেলোভাবে নিহতের লাশ নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :