হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে অর্থাভাব জানিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন কুষ্টিয়ার এক কলেজছাত্র।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বিষপানের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত শিক্ষার্থী মিরাজ কুমারখালীর গোবরা চাদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ফেসবুকে তার শেষ স্ট্যাটাসে মিরাজ লিখেছিলেন, ‘টাকা না থাকলে এই সমাজে তার কোন মূল্য নাই। তার কোনো বন্ধু নাই। পরিবারের কাছে তার কোন মূল্য নেই। সে যতই অসুস্থ হোক না কেন, আর যতই ভালো ছেলে হোক না কেন! সে সবার থেকে পৃথিবীতে খারাপ ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন জানান, মিরাজ দীর্ঘদিন দাঁতের ব্যথায় ভুগছিল। ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :