কোন ব্যাভিচারী স্ত্রী তার স্বামী র কাছে নির্যাতন বিচ্ছেদের খোরপোষ চাইতে পারে না, সাফ জানিয়ে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি।।


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২২, ৭:৫৭ অপরাহ্ন / ৩৯৪
কোন ব্যাভিচারী স্ত্রী তার স্বামী র কাছে নির্যাতন বিচ্ছেদের খোরপোষ চাইতে পারে না, সাফ জানিয়ে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্টের বিচারপতি ঋতু বাহরি ও বিচারপতি নিতি গুপ্তার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল যে কোন ব্যাভিচারী স্ত্রী তার স্বামী র কাছ থেকে জোর পূর্বক খোরপোষ চাইতে পারে না। আজ থেকে প্রায় ১৯৮৯,সালে, একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক দম্পতি তাদের বিয়ের পর স্বামী র অত্যাচার শুরু করে এবং তার স্বামী র বিরুদ্ধে মামলা দায়ের করেন খোরপোষ চাইতে। কিন্তু ঔ স্ত্রী অন্যজনের সাথে ব্যাভিচারী শুরু করে এবং ডিভোর্স নেন। পরে তার স্বামী র মানষিক নির্যাতন করে। এবং তার স্বামী র বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার রায় ঘোষণা করেন বিচারপতিরা।।