হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
গত ১৮ অক্টোবর মংগলবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ। খবর বাপসনিউজ।এতে প্রধান আলোচক ছিলেন নিউইয়র্ক ট্রেট এসেম্বিমেম্বার এড ব্যাইন। আলোচনা করেন সাবেক নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পল ভ্যালন ।। এছাডাও অতিথীদের মধ্যে আমেরিকা-বাংলাদেশ এলাইন্স প্রসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিডিসি বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সিডিসি বোড অব ট্রাস্টি দেলওয়ার মানিক,জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সভাপতি শাহ নেওয়াজ, সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনির নেতৃবৃনদ অংশ নেন।
আপনার মতামত লিখুন :