খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর সাথে জনপ্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২২, ৮:৫৬ অপরাহ্ন / ৪২৬
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর সাথে জনপ্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়াও তিনি জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন। এসময় গরীব, দুুঃস্থ মহিলা ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি যন্ত্রপাতি, গবাদী পশু ও সেলাই মিশন বিতরণ করেন।

২২ নভেম্বর-২০২২ খ্রি. মঙ্গলবার বিকালে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, মোতাছেম বিল্যাহ।
গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. বাবলু হোসেনের সঞ্চালনায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক বাজার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন। এছাড়াও গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম ভবন উদ্বোধন শেষে গুইমারা উপজেলা স্থানীয় জনপ্রতিনিধি ও সহকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে গরীব, দুঃস্থ মহিলা ও প্রান্তিক চাষীদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু-ছাগল, কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়ি জেলার রামগড়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে গুইমারা উপজেলা আসে। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেমং মারমাসহ জেলা উপজেলার সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বর্তমানের সরকারের আমলে ব্যপক উন্নয়ন হয়েছে। তারই লক্ষণ গুইমারাও দেখা যায়। গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় নির্মাণ, যৌথ খামার উচ্চ বিদ্যালয় নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তবে গুইমারা কিছু অসমাপ্ত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, গুইমারায় সামাজিক ক্লাবের অভাবে এখানকার শিশু কিশোররা মাদকাশক্ত হয়ে পড়ছে। সামাজিক ক্লাব স্থাপন করা হলে শিশু কিশোররা মাদকাসক্ত থেকে মুক্তি পাবে। এছাড়াও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

এ সময় প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি তার অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব ও সহযোগিতা করার অব্যাহত প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে।’ যে সকল কাজ উদ্বোধন করা হয়েছে এগুলোই সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এ সকল উন্নয়নের কাজ আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।