খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৩:২০ অপরাহ্ন / ৩৯৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর-২০২২ খ্রি. শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী পৌর শহরে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, মিজ তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জয়নাল আবদীন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর, মো.আসগর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
উন্নত যোগাযোগ অবকাঠামো এবং যুগোপযোগী পরিবহন সেবা টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত মন্তব্য করে উপজেলা নির্বাহী অফিসার, মিজ তৃলা দেব বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক ভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে একই সাথে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সিএনজি সমবায় সমিতির সভাপতি, মো. আব্দুস সোবাহান, জনপ্রতিনিধি, উপজেলার পরিবহন শ্রমিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ/ মনি ২১