খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ড্র


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ৯:৩১ অপরাহ্ন / ৪২১
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ড্র

এম.জুলফিকার আলী ভূট্টো বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ গোল শুন্য ড্র’র মধ্য দিয়ে শেষ হয়েছে।
৩০ অক্টোবর-২০২২ খ্রি. রবিবার বিকেল ৪টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন ও জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক, মো. মাঈন উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ উপ-পরিদর্শক, শংকর মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, যুগ্ন সাধারণ সম্পাদক, মো. মোস্তফা কামাল, মানিকছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি, রুপেন পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি, মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক, চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।
প্রীতি এ খেলায় অংশগ্রহণ করেন, আদর্শ যুব সংঘ বনাম একতা যুব সংঘ। গোল শুন্য ড্র’তে খেলা শেষে অতিথিরা ট্রপি বিতরণ করেন।